যশোর সংবাদদাতাঃ
যশোরের বাঘারপাড়ায় দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। যশোর মেডিকেল কলেজের গাইনী বিভাগের সাবেক অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার শুক্রবার এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রমের আয়োজন করেন। সেখানে দেড় শতাধিক দুস্থ ও অসহায় রোগী চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি হয়েছেন ।
সকাল ১০ টায় বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ। তিনি বলেন, ডা. নিকুঞ্জ বিহারী গোলদার একজন মানবিক চিকিৎসক। এই সেবা কার্যক্রমের ফলে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছে।
ডা. নিকুঞ্জ বিহারী গোলদার জানান, বর্তমানে তার চাওয়া পাওয়ার কিছুই নেই। বাকিটা সময় অসহায় ও দুস্থ মানুষের সেবায় কাজ করে যেতে চান। দরিদ্র্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিতে পেরে তিনি খুশি। তার এই কার্যক্রম অব্যাহত থাকবে। কোন রোগীর অপারেশনের প্রয়োজন হলে বিনামূল্যে করে দেয়া হবে।