কুমিল্লার লাকসাম বিজরা নাজেরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, গভর্নিংবডির সভাপতিসহ শিক্ষক নাজেহাল, মাদ্রাসার জমি দখলের প্রতিবাদ এবং ৬ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
শনিবার উপজেলার বিজরা বাজারের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আমিনুল ইসলাম, গভর্নিংবডির সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগির হোসেন খোকন, বাকই দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল, মাদ্রাসার সহ-সভাপতি আব্দুর রশিদ, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম মিয়া, বাকই ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আবুল বাশার, মাদ্রাসা উপাধ্যক্ষ আজিজুর রহমান, শিক্ষক মাওঃ মাহবুবুল হক, মাওঃ আব্দুর রব, মাওঃ ফরিদ উদ্দিন, মাওঃ জামাল হোসেন, মাওঃ খলিলুর রহমান প্রমুখ। এসময় মাদ্রাসা শিক্ষক, বাজার ব্যবসায়ী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।
বিক্ষোভ সভায় বক্তারা বলেন, গত ৭ জানুয়ারী ২০২১খ্রিঃ তারিখে একই এলাকার আব্দুর রশীদের ছেলে বাহার মিয়া, রাবেয়া আক্তার, জেসমিন আক্তার, লিপি আক্তার, কুলসুম বেগম মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাকালে মাদ্রাসার অধ্যক্ষ ও গভর্নিংবডির সভাপতি দখলকাজে বাধা প্রদান করে। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, গভর্নিংবডির সভাপতি আলমগীর হোসেন খোকন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম মিয়া ও ব্যবসায়ী জাফরের উপর হামলা চালায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার অধ্যক্ষ আমিনুল ইসলাম বাদী হয়ে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।