রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
জামালপুরের আদালতে আত্মসমর্পনের শর্তে জামিন পেয়েছেন কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো। শনিবার (২ জুলাই) বিকালে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা খানের আদালতে তাকে হাজির করলে আদালত শর্তসাপেক্ষে এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
রাজীবপুর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে জামালপুরের এক ব্যক্তির সাথে আর্থিক লেনদেন নিয়ে চেক ডিজঅনার সংক্রান্ত (এনআই এ্যাক্ট) মামলায় রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই পরোয়ানা মূলে শুক্রবার দিবাগত রাতে আকবর হোসেন হিরোকে গ্রেফতার করে রাজীবপুর থানা পুলিশ। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
জিআরও মকবুল হোসেন বলেন, ‘আগামী ৬ জুলাই জামালপুর আদালতে হাজির হওয়ার শর্তে উপজেলা চেয়ারম্যানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আদালতের আদেশের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।