জামালপুর সংবাদদাতাঃ
জামালপুর র্যাব-১৪, সিপিসি-১, ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামানের নির্দ্দেশে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল শেরপুর সদর উপজেলার কানাশা খোলা মোড়ের অভিযান চালিয়ে ১ হাজার ৮ শ পিছ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামি শেরপুর সদর কক্সবাজার মহুরীপাড়া এলাকার বাসিন্দা মৃত নুরুল হক এর ছেলে মোঃ তাওহিদুল আলম (২৬)। র্যাব-১৪ এক প্রেসরিলিজের মাধ্যমে জানায় ঐদিন ধৃত আসামি মোঃ তাওহিদুল আলম এর কাছে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাসী করে ১হাজার ৮শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।পরে তার কাছে থাকা নগদ-৪শ ২০ টাকা, দুইটি মোবাইল সেট সীমসহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ,৪০ হাজার টাকা।
র্যাব-জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহিদুল আলম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মাদক মামলা দায়েরের পর ধৃত আসামি পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে বলে র্যাব-১৪ সিপিসি-১ প্রেসরিলিজ সুত্রে জানিয়েছে।