গোয়ালন্দে র‍্যাবের অভিযানে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার

আইন-অপরাধ আরো ঢাকা সারাদেশ
শেয়ার করুন...

রাজবাড়ী সংবাদদাতাঃ
র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৮ জুন) ফরিদপুর র‍্যাব-৮ ক্যাম্পে আয়োজিত সংবাদ সন্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
সম্মেলনে বলা হয়, ঈদ-উল আযহাকে কেন্দ্র করে অজ্ঞান পার্টির একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে
ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে ২৮ জুন ভোর রাতের দিকে গোয়ালন্দের দৌলতদিয়ায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। এরা হলো খুলনার খালিশপুর উপজেলার মৃত হাফিজ খানের ছেলে মোঃ মাসুদ খাঁন (৪০), দাকোপ উপজেলার গুনারী গ্রামের মুক্তার মীরের ছেলে আলমগীর মীর, ডুমুরিয়া উপজেলার রাজাপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে মোঃ রিপন গাজী (৩০) ও মোঃ লিটন গাজী (২৮) এবং জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আঃ মান্নান মন্ডলের ছেলে মোঃ কিরা মিয়া (৩৮)।
আটককৃত ব্যক্তিদের কাছ থেকে কয়েকটি মোবাইল এবং মানুষকে অজ্ঞান করার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি সড়ক-মহাসড়কে চলাচলরত বাসে যাত্রীবেশে উঠে সাধারণ যাত্রী ও গরু ব্যাবসায়ীদের অজ্ঞান করে মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত ।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.