গোয়ালন্দে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ গুরুতর আহত-১

আইন-অপরাধ ঢাকা সারাদেশ
শেয়ার করুন...

রাজবাড়ী সংবাদদাতাঃ
রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক সহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর আরো এক যাত্রী।

শনিবার ( ২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোকবুলের দোকান এলাকার নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২ আরোহী হলেন- মোটরসাইকেল চালক ফরিদপুর জেলার সদর উপজেলার হারোকান্দি গ্রামের জলিল খান এর ছেলে রনি খান (২৫), যাত্রী শরিয়তপুর জেলার পালং থানার রায়পুর গ্রামের মৃত হাসান তালুকদার এর ছেলে সুমন তালুকদার (৩৮)। অপর আহত যাত্রী ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিবিকান্দি গ্রামের আবু তালেব এর ছেলে স্বপন (৩০)।

স্থানীয়রা গুরুতর আহত স্বপনকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। খোঁজ নিয়ে জানা যায় পরে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসার পাঠানো হয় এবং সেখানে সে বর্তমানে আইসিইউতে রয়েছে।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, শনিবার (২৫ জুন) রাতে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলে ৩ জন আরোহী ছিল। তারা মোকবুলের দোকান এলাকার নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি পর্ণ্যবাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলেউ ২ জন নিহত হয়। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায়। তবে পরিত্যক্ত ট্রাক ও মোটরসাইকেল আটক করা হয়েছে। ট্রাক চালক ও সহকারীর বিরুদ্ধে পরবর্তীত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানান এই কর্মকর্তা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.