ময়মনসিংহ সংবাদদাতাঃ
বুধবার (২২ জুন) সকালে নগরীর রহমতপুর, কিসমত এলাকায় ময়মনসিংহ জেলার আইটি হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য ” বেগম মনিরা সুলতানা এমপি,ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হর টিটু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু৷
সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এনএম জিয়াউল আলম পিএএ, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ হাই-টেক পার্ক বিকর্ণ কুমার ঘোষ, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ মো: শফিকুর রেজা বিশ্বাস, মো: শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), ডিআইজি ময়মনসিংহ রেন্জ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ মোহাম্মদ এনামুল হক ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
