ঠাকুর গাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুর ইউনিয়নের জাঠিভাঙ্গায় ১৯৭১ সালে ঘটে যাওয়া গণহত্যার ঘটনাবলি নিয়ে রচিত নাটক “জাঠিভাঙ্গার মৃত্যুপুরাণ”(২৩ জুন ২০২২)বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে মঞ্চস্থ হয়েছে।এর পূর্বে বদ্ধ ভূমিতে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার শুখানপুকুর ইউনিয়নের জাঠিভাঙ্গা বধ্যভূমিতে মঞ্চস্থ হয় এ নাটক।
ঠাকুরগাঁওয়ের গণহত্যার পরিবেশ থিয়েটার “জাঠিভাঙ্গার মৃত্যুপুরাণ” প্রদর্শনীতে উপস্থিত থেকে অভিমত ব্যক্ত করেন জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ।
সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো: মাহাবুবুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন ঠাকুর গাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান, ঠাকুর গাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী।
প্রসঙ্গত, “জাঠিভাঙ্গার মৃত্যুপুরাণ” নাটকটি রচনা করেছেন জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন। নাটকটি প্রযোজনা করছেন গণহত্যার পরিবেশ থিয়েটার ঠাকুরগাঁও।