মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্তে সরকার কতৃক সারাদেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান, কাঁচা-বাজার ইত্যাদি খোলা না রাখার নির্দেশনা জারি করেছেন। এরই ধারাবাহিকতায় বগুড়া শেরপুরের সর্বসাধারণের অবগতির জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের জন্য শেরপুর পৌরসভার এক জরুরি নোটিশ ঘোষণা অনুযায়ী বলা হয়েছে, যে
সরকার কর্তৃক ঘোষণার উক্ত নির্দেশনা মোতাবেক শেরপুর পৌরসভা এলাকায় রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান, কাঁচা-বাজার ইত্যাদি বন্ধ রাখার জন্য শংশ্লিষ্ট সকলকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হলো। সবাইকে এই আইন মেনে চলার জন্য অনুরোধ করেছেন আলহাজ্ব জানে আলম খোকা মেয়র শেরপুর পৌরসভা, শেরপুর বগুড়া। রাত ৮টার বন্ধ করার ব্যাপারে বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডের ঐতিহ্যবাহী শেরশাহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জু বলেন আমরা বন্ধের নোটিশ হাতে পাইনি তবে শেরপুর পৌরসভা ও উপজেলার পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে রাত ৮ টার মধ্যে দোকানপাট বন্ধের। তাই আমরা ৮ টার মধ্যেই বন্ধ করছি এবং নিয়ম মেনেই চলছি।