রাঙ্গামাটি সংবাদদাতাঃ
ঝুঁকি পুর্ন এলাকায় থেকে লোকজন সরে বা আসলে প্রাণহানী এড়াতে তাদেরকে জোর করে সড়ানো হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক। আজ রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ কথা বলা হয়। সভায় জানানো হয় দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে সম্মিলিত ভাবে উদ্যোগ নিতে হবে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মোঃ সাইফুল ইসলাম পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন সহ পৌর কাউন্সিল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অবৈধ ভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নিতে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।