হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ

ইসলামিক খুলনা সারাদেশ
শেয়ার করুন...

মোংলা (বাগেরহাট) সংবাদদাতাঃ
বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) ও হযরত আয়শা (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মোংলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারতের উচ্চপদস্থ কর্মকর্তা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল সম্প্রতি রাসুল (সাঃ) ও তার সহধর্মিণী আয়শা (রাঃ) কে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরীডাঙ্গায় এলাকায় (১৭ জুন) দুপুর ২ টায় এ কর্মসূচী পালন করেন স্থানীয় মুসল্লীরা। জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিদের আসা বিক্ষোভ মিছিল চৌরীডাঙ্গা আহমাদিয়া দাঃ মাদ্রাসা মাঠে এসে মিলিত হয়। এরপর সেখান থেকে শত শত মুসল্লিদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল বের হয়ে ঠোটারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ কোহিনুর সরদার, মোঃ আবু তালেফ, মোঃ ফোরদাউস হাওলাদার প্রমূখ। সমাবেশে ৪ দফা দাবীর বাস্তবায়ন জানিয়ে বক্তারা বলেন, নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা, রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো, রাষ্ট্রীয়ভাবে ভারতের পণ্য বর্জনের ঘোষণা দেয়া, ওই দুইজনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে চাপ প্রয়োগ করতে হবে। এ দাবী পূরণ না হলে পরবর্তীতে ইমাম পরিষদ এ ইস্যুতে নতুন কর্মসূচী দিতে বাধ্য হবেন। রাসুল (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে চৌরীডাঙ্গা এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কয়েক শত মুসল্লী অংশগ্রহণ করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *