লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত,বড় বন্যার শঙ্কায় নদী পাড়ের মানুষ

আববাওয়া আবহাওয়া পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

লালমনিরহাট সংবাদদাতাঃ
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল নেমে আসায় তিস্তার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, ফলে নদী দুপাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে রাস্তা-ঘাট, ফসলি জমি তলিয়ে যাবার খবর পাওয়া গিয়েছে।নদীর দুপাড়ের মানুষ বড় বন্যার শঙ্কায় বিনিদ্র রাত কাটাচ্ছেন।

বৃহস্পতিবার (১৬ই জুন) টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল নেমে আসায় সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে, রাত নটা নাগাদ জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে ৫২ʼ৭০ সেন্টিমিটার প্রবাহিত হবার রেকর্ড করা হয়। যা তিস্তার স্বাভাবিক প্রবাহ থেকে বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে,তিস্তার স্বাভাবিক প্রবাহ ৫২ʼ৬০ সেন্টিমিটার।বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে উত্তরাঞ্চল জুড়ে টানা বৃষ্টি সহ ভারতের গজলডোবা ব্যারেজের সকল জলকপাট খুলে দেওয়ায় উজানের পাহাড়ি ঢল বিনা বাধাঁয় নেমে আসায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।পানির প্রবাহ এই ভাবে অব্যাহত থাকলে রাতে তিস্তা নদীর পানি আরো বৃদ্ধি পাবার সম্ভবনা রয়েছে।

তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর দুপারের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি,বাড়ী ঘর,রাস্তা ঘাট তলিয়ে যাবার খবর পাওয়া গিয়েছে।লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর,চর গোকুন্ডার নদী তীরবর্তী বাড়ি ঘরে পানি উঠায় মানুষ দুর্ভোগে পড়েছে।খুনিয়াগাছ ইউনিয়নের বাগডোরা এলাকার খায়রুল ইসলাম জানান তিস্তার পানি যে হারে রাতে বাড়ছে তাতে বড় ধরনের বন্যার শঙ্কা করছেন তারা, খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান মন্ডল বাদল বলেন তিস্তার পানি রাতে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে তাই আমরা সতর্ক দৃষ্টি রাখছি ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *