তালা সংবাদদাতাঃ
সাতক্ষীরা তালায় কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য সহকারী মোঃ কামরুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলা মামলার আসামিকে সংশ্লিষ্ট বিভাগ দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে ব্যার্থ হলে সারা বাংলাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।
বুধবার ( ১৫ জুন) বাংলাদেশ কেন্দ্রীয় হেলথ
এসিস্ট্যান্ট এসোসিয়েশন ঢাকার পক্ষ থেকে এসোসিয়েশনের সভাপতি মোঃ রবিউল আলম খোকন, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হাসান কাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ নেজাম উদ্দীন ও সদস্য সচিব ওয়াসি উদ্দিন রানার স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে কতৃপক্ষ বার বার ভিটামিন এ ক্যাম্পেইনের তারিখ পরিবর্তন করেছে এই অজুহাতে সাতক্ষীরা তালা উপজেলায় কিছু সন্ত্রাসী তাদের সহকর্মী মোঃ কামরুল ইসলামের উপর বর্বরোচিত হামলা করে, গুরুতর আহত কামরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ কেন্দ্রীয় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরা প্রশসানের সাথে তারা যোগাযোগ অব্যহত রেখেছেন। সাতক্ষীরা প্রশাসন তাদের আস্বস্ত করেছেন সকল আসামিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন। এহেন বিষয়ে এসোসিয়েশন গভীর পর্যবেক্ষণে রেখেছে এবং কতৃপক্ষ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ব্যার্থ হলে সারা বাংলাদেশে কর্মবিরতির ঘোষণা করা হবে বলে জানিয়েছেন। সেই লক্ষ্যে সাতক্ষীরা সহ সারা দেশের স্বাস্থ্য সহকারী,সহ: স্বাস্থ্য পরিদর্শকের মানুষিক ভাবে প্রস্তুত থাকতে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য,গত ১৩জুন সোমবার তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী কামরুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেন। ক্লিনিক ভাংচুর, ঔষধপত্র ছিনতাইকালে বাঁধা দেওয়ায় তাকে কোপানো হয়। এ ঘটনায় জড়িত সন্ত্রাসী বিল্লাল হোসেন জেলহাজতে আটক রয়েছে,মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদী হাসান বিজ্ঞ আদালতে এক দরখাস্তে আসামীর রিমান্ডের আবেদন করেন, আগামী ১৯ জুন রবিবার রিমান্ডে দরখাস্ত শুনানির জন্য দিন ধার্য আছে। গত ১৪ জুন তালা উপজেলা সহ সাতক্ষীরা জেলায় এহেন কর্মকান্ডে প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।