২১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন চলবে পাঁচতারকা মানের জাহাজ :দূর্বারবিডি

চট্টগ্রাম বিনোদন ভ্রমন গাইড সারাদেশ
শেয়ার করুন...

বাংলাদেশের নৌপথে পাঁচতারকা মানের জাহাজ একটা সময় শুধুই স্বপ্ন ছিল। এবার সেই স্বপ্ন সত্যিই ধরা দিচ্ছে। ২১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে নিয়মিত চলাচল করবে ‘এম ভি বে ওয়ান’ নামের একটি পাঁচতারকা মানের জাহাজ। চট্টগ্রামের কর্ণফুলী শিপ বিল্ডার্স জাপান থেকে কিনেছে জাহাজটি। আগে এ জাহাজটির নাম ছিল ‘সালভিয়া সারু’। বর্তমানে জাহাজটি চট্টগ্রামে অবস্থান করছে।
আগামী ২০ ডিসেম্বর ‘এম ভি বে ওয়ান’ উদ্বোধন করা হবে। এদিন জাহাজটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে। এর পরদিন অর্থাৎ ২১ ডিসেম্বর কক্সবাজার-সেন্টমার্টিন রুটে নিয়মিত চলাচল করবে জাহাজটি। ডেইলি বাংলাদেশ
এছাড়া সিঙ্গেল বেড আসা-যাওয়ার খরচ চার হাজার টাকা। ভিভিআইপি কেবিনে ২ জন আসা-যাওয়া ২৫ হাজার টাকা। বিলাসবহুল কেবিনের ক্ষেত্রে খরচ পড়বে ৩০ হাজার টাকা। এ প্যাকেজে চারজন পর্যটক যেতে পারবেন। মিৎশুবিশি হেভি ইন্ড্রাস্ট্রিজের তৈরি এ জাহাজে রয়েছেÑপ্রেসিডেন্সিয়াল স্যুট, টুইন কেবিন, ডাবল কেবিন, লাক্সারি আসন, আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট, সুইমিংপুল, ড্যান্স বারসহ অনেক কিছুই। জাহাজটির সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। এ খরচে বিলাসবহুল চেয়ার কোচে সেন্টমার্টিন যাওয়া-আসা যাবে। তবে সুপার ওপেন ডেকে যেতে চাইলে গুনতে হবে চার হাজার টাকা।
বিলাসবহুল এ শীপে রাতে কক্সবাজার অবস্থানও করতে পারবেন। এ জন্য সেন্টমার্টিন যাওয়া-আসা, শীপে রাতে অবস্থান ও খাবারসহ তিনটি প্যাকেজ রয়েছে। এক্ষেত্রে সিঙেল বেডের খরচ পড়বে ৮ হাজার টাকা। ভিভিআইপি কেবিন ২ জনের খরচ হবে ৪০ হাজার টাকা। আর চার জনের কেবিনে ৪৫ হাজার টাকা গুনতে হবে। কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে এটিই প্রথম জাহাজ নয়। একই প্রতিষ্ঠানের ‘কর্ণফুলী এক্সপ্রেস’ চলতি বছরে এ রুটে চলাচল শুরু করে। তবে সেটি এতটা বিলাসবহুল নয়। বিডি লাইভ অনলাইন
এদিকে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচলে অনুমতি আসার খবর পেয়ে স্বস্তি এসেছে দ্বীপে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ জানান, ‘পর্যটন ব্যবসায়ীরা আবাসিক হোটেল ও কটেজ সাজিয়ে রাখছেন। জাহাজ চলাচলের খবর দ্বীপে পৌঁছানোর পর সব শ্রেণিপেশার মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।’ বাংলা ট্রিবিউন

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.