পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া ঘাট থাকবে –নৌপরিবহন প্রতিমন্ত্রী

অর্থনীতি জাতীয়
শেয়ার করুন...

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া ঘাট থাকবে। এই ফেরি সার্ভিসের চাহিদা আছে। দূরপাল্লার যানবাহনগুলো এই রুটটি বেছে নেবে। কারণ ফেরিতে তাদের একটি বিশ্রাম হবে। পণ্যবাহী যানবাহনের জন্যও এর চাহিদা থাকবে।

শনিবার (১১ জুন) সকালে শিমুলিয়া ঘাটে পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যখন ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়েছে, তখন থেকেই সমগ্র বাংলাদেশের মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। দু’পারের মানুষ শুধু নয়,সমগ্র বাংলাদেশের মানুষ এটার সাথে যুক্ত হয়ে গেছে। অধীর আগ্রহে ১৭ কোটি মানুষ অপেক্ষা করছে ২৫ তারিখের জন্য। ৫০ বছরের ইতিহাসে সবথেকে জমকালো অনুষ্ঠান হতে যাচ্ছে ২৫ জুন। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যুক্ত থাকবে এটার সাথে।

পর্যটন ও ইকোজোন করার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নদীকে থামিয়ে রাখা যাবে না, নদী বহমান। নদীকে ঘিরেই আমাদের জীবন জীবিকা। নদীর সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা বন্ধ করা যাবে না। এসব অব্যাহত থাকবে।

এ সময় তার সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.