লাকসামে মহান বিজয় দিবস পালিত দূর্বারবিডি

কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

নিজেস্ব প্রতিনিধিঃ লাকসামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন, এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামের প্রতিনিধিবৃন্দ, লাকসাম উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, লাকসাম পৌরসভা, লাকসাম থানা, লাকসাম রেলওয়ে থানা, আনসার ভিডিপি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, লাকসাম প্রেসক্লাব, সততা সংঘ, লাকসাম উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার তরে মানবপ্রেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এডভোকেট মোঃ ইউনুছ ভুইয়া, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ ইসহাক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, উপজেলা দুপ্রক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, স্বেচ্ছাসেবক লীগ নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলম৷

 

পরে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ লাকসাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

দিবসের তাৎপর্য তুলে ধরে সকাল ৯টায় উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ মিয়া এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.