রাজবাড়ীতে নারীসহ ৫জনকে পিটিয়ে জখম করার প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

আইন-অপরাধ আরো ঢাকা সারাদেশ
শেয়ার করুন...

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী থেকেঃ
রাজবাড়ী পৌর এলাকার ভবানীপুরে মাস্টার বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে নারীসহ পাঁচজনকে পিটিয়ে জখম ও নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী শাখা।

রোববার সকাল ১০টা থেকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি পূর্ণিমা দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক এ্যাড. দেবাহুতি চক্রবর্তী, সাবেক সভাপতি লায়লী নাহার, সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা, অনিতা চক্রবর্তী ও নির্যাতিত পরিবারের সদস্য শুভ্রা ঘোষ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহষ্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের সম্ভ্রান্ত মাস্টার বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে তাদের উপর হামলা চালানো হয়। এসময় তিন নারীকে পিটিয়ে জখম করা হয়। একই সাথে নারীদের লাঞ্চিত করা হয়।

এঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.