—-হাজী কাজী নজরুল ইসলামঃ
বিজয়ের কেতন চির উড্ডিয়নে–
চির বসন্তের সাজে।
চির চেনা মোর রেল জংশনের–
বালু কণারাও নাচে।
কোন সে জংশন? লাকসাম জংশন–
কত লাকসাম কত বাতি জ্বলে।
বড় সুখে আছি জন্মিয়া লাকসামে–
জন্ম থেকে জন্মান্তরে।
বিজয়ের বসন্তে উল্যসিত সারাদেশ—
ষোল কুটি মানুষেরা তায়।
দেশের বাহিরে বাংলাদেশীরাও সুখে–
চির উল্যাসে লাল সবুজ পতাকায়।
উঁচুশিরের জন্মভুমি আজ উল্যাসে—-
বিজয়ের কেতন গাঁথা বুকে।
আয় দেখি যা বিশ্ব মানবতারা যত—-
বাংলাদেশীরা আজ কত সুখ।
যাদের রক্তে আজ বাংলাদেশ পেয়ছি—
আমরা ভুলিনাই ভাই।
পরপারে আছো, থাকো সুখে থাকো–
বিধাতার করুনায়।