৩ মাসের জন্য সুন্দরবনে মাছ ধরা ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ

আইন-অপরাধ আববাওয়া আবহাওয়া আরো খুলনা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোংলা প্রতিনিধিঃ
আজ ১লা জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে মাছ ধরা বন্ধ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মুলত সুন্দরবনের বন্যপ্রাণী ও নদী-খালে মাছের প্রজনন মৌসুম হওয়ায় এ সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করবেন বনবিভাগ। প্রজনন মৌসুমের এই তিন মাসে পূর্ব (বাগেরহাট) ও পশ্চিম (খুলনা) সুন্দরবন বিভাগের ৬২টি টহল ফাঁড়ি, ১৬টি ষ্টেশন ও ৪টি রেঞ্জের ৮টি স্মার্ট পেট্রোলিং টিম সুন্দরবন জুড়ে সার্বক্ষনিক টহলে থাকবেন। যাতে কোনভাবে জেলে ও পর্যটক বনের অভ্যন্তর ও অভয়ারণ্যে প্রবেশ করতে না পারেন। এই সময়টাতে পর্যটক ও জেলেদের বনে প্রবেশের অনুমোদন প্রদাণ বন্ধ থাকবে।
এ মৌসুম নিরাপদে পার করতে পারলে আগামীতে বনের বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ আরো অনেক বেশি সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন বাগেরহাটের বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.