রাঙ্গামাটি প্রতিনিধি,
পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়ন টেকসই দুগ্ধ শিল্প এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে জেলা প্রানীসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রানী সম্পদ কর্মকর্তা বরুন কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর এর আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুকর উন্নয়ন খামারের ব্যবস্থাপন কুসুম চাকমা, জেলা ভেটেনারি অফিসার নাজমুল হক, সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা লেনিন দে প্রমুখ।
এর আগে জেলা প্রানী সম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি আসামবস্তী বিদ্যালয় থেকে ঘুরে আবার জেলা প্রানী সম্পদ কার্যালয়ে এসে শেষ হয়।