সেলিম চৌধুরী হীরাঃ কুমিল্লার লাকসামে যথাযোগ্য মর্যাদায় ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখা। ১০ ডিসেম্বর সকালে লাকসাম হাউজিং মমসজিদ মাঠ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি লাকসাম বাইপাস সড়ক প্রদক্ষিন শেষে শহৱেৱ গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশেৱ মাধ্যমে সমাপ্ত হয়। পরে আঞ্চলিক শাখা কার্যালয়ে বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিৱ বক্তব্যে মাহমুদুল হাসান রোম্মান বলেন, আসুন আমরা মানবাধিকার দিবসেৱ তাৎপর্যকে ধারণ করে সবার জন্য সর্বত্র মানবাধিকার রক্ষায় সহায়তা করি। পাশাপাশি মানবাধিকার লংঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সকল হিংসা-বিদ্বেষ দূর হোক সুন্দর পৃথিবী গড়ে উঠুক।
বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান রোম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে বহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৪৮ সালে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। তারই ধারাবাহিকাতায় প্রতিবছর ১০ ডিসেম্বর দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালিত আসছে। বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়।