মোংলায় বাজেটে সুপেয় পানি সরবরাহ ও জলবায়ু সহিষ্ণু বরাদ্দের দাবীতে বাপা’র উঠান বৈঠক

আববাওয়া আবহাওয়া আরো খুলনা সারাদেশ
শেয়ার করুন...

মোংলা বাগেরহাট প্রতিনিধিঃ জাতীয় বাজেটে উপকূলে সুপেয় পানি সরবরাহ, সুন্দরবন ও পশুর নদীসহ প্রাণ-প্রকৃতি সুরক্ষা, জলবায়ু সহিষ্ণু পরিবেশবান্ধব-জনবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবীতে ২৫ মে বুধবার বিকেলে মোংলার দক্ষিণ কাইনমারিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে উঠানবৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত উঠানবৈঠকে সভাপতিত্ব করেন বাপা নেত্রী কমলা সরকার। উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।
উঠানবৈঠকে আরো বক্তব্য রাখেন বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, সাংবাদিক বাপা নেতা হাসিব সরদার, চন্দ্রিকা মন্ডল, ইউপি সদস্য অর্পনা মল্লিক, রোজ ইজারদার, গীতা হালদার প্রমূখ।
উঠান বৈঠকে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তন জনিত কারনে লবণাক্ততা বৃদ্ধি প্ওায়ায় উপকূলজুড়ে তীব্র সুপেয় পানির সংকট সৃষ্টি হয়েছে। এছাড়া অপরিকল্পিত শিল্পায়নের ফলে সুন্দরবন ও পশুর নদীর জীববৈচিত্র হুমকিতে পড়েছে।
বক্তারা উপকূলজুড়ে পরিবেশবান্ধব-জনবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনার জন্য জাতীয় বাজেটে বরাদ্দের দাবী জানান। একই সাথে বক্তারা উপকূলীয় উন্নয়ন বোর্ডও গঠনের দাবী জানা৷

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.