মাওলানা মুহাম্মদ ইসমাইল শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

চট্টগ্রাম শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

আব্দুল্লাহ মোঃ কাশেম (চট্টগ্রাম, বাশঁখালী)ঃ দক্ষিণ চট্টলার বিশিষ্ট পীরে কামেল হাজার হাজার আলেমের উস্তাদ, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আলহাজ্ব শাহ এলাহি বক্স (রহঃ)এর সু প্রতিষ্ঠিত শেখেরখীল দারুসসালাম আদর্শ সিনিয়র মাদরাসা ১৯৮১ সালে প্রতিষ্ঠা লাভ করে। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এ যাবত বিভিন্ন পুরুষ্কার প্রাপ্ত হয়ে আসছে।এই ধারাবাহিকতায় এবারের উপজেলা পর্য্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ ২০২২ নির্বাচিত হয়েছেন অত্র মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল সাহেব। তিনি অত্র মাদরাসায় বিগত ৫/১১/১৯৮৮ ইংরেজি হতে ১৪/১১/১৯৮৯ইংরেজি সাল পর্য্যন্ত সহকারি মৌলভি ও ১৫/১১/১৯৮৯হতে ২/১১/২০১৩ পর্য্যন্ত আরবি প্রভাষক পদে ছিলেন। তাহার কর্মদক্ষতা সন্তোষজনক হওয়ায় মাদরাসা গভর্ণিং বডি বিগত ৩/১১/২০১৩ সালে তাহাকে অধ্যক্ষ পদে নিয়োগের মাধ্যমে দ্বায়িত্ব অর্পণ করেনএবং বর্তমানে ও কর্মরত আছেন ।ব্যক্তিগত ভাবে তিনি মেধাবী শিক্ষক ও দক্ষ প্রশাসক হিসেবে প্রশংসনীয়।তিনি ছাত্র/ছাত্রীদের পাশাপাশি, সকল শিক্ষক মন্ডলীর সহ এলাকার সাধারণ মানুষের কাছে প্রিয় ও পরোপকারি হিসেবে সমাদৃত আছেন।তাহার সুচারু পরিচালনায় মাদরাসার সুনাম বৃদ্ধি পাচ্ছে দিন দিন। পুরুষ্কার প্রাপ্তিতে তাহার অনুভুতি জানতে চাইলে তিনি বলেন এই প্রাপ্তিতে আমি আল্লাহর শোকরিয়া আদায়ের পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের নিকটে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।অত্যন্ত আনন্দের বিষয় এযাবৎ শত শত ছাত্র বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে এটাই আমার প্রাপ্যতা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.