নোয়াখালীতে ৬ দিনব্যাপী ধারাবাহিক মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

আরো চট্টগ্রাম শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

মোঃ মনোয়ারুল হক, নোয়াখালীঃ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে ৬ দিনব্যাপী ধারাবাহিক মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ ১৭ মে শুরু ২৩ মে, সোমবার নোয়াখালী জিলা স্কুল অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের শুরু করা হয়।

ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেটর মেঘনাথ চক্রবর্তীর সভাপতিত্বে প্রশিক্ষণার্থী রোমেনা আক্তার ও মোহাম্মদ ইউছুপের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর,জেলা শিক্ষা অফিসার (অঃ দাঃ), নোয়াখালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি পদ মজুমদার, প্রধান প্রশিক্ষক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার, সদর, নোয়াখালী, মোহাম্মদ বেলায়েত হোসেন মাষ্টার ট্রেইনার, গণিত ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কোম্পানিগঞ্জ, মোহাম্মদ মিজানুর রহমান, মাষ্টার ট্রেইনার, গণিত, তাহসিনা আক্তার, সিনিয়র শিক্ষক, নোয়াখালী গভ: গার্লস,জহুরা বেগম, মাষ্টার ট্রেইনার, ইংরেজি, আবু সাঈদ, মাষ্টার ট্রেইনার, ইংরেজি,সাহেলা পারভীন, মাষ্টার ট্রেইনার, বাঃওবিঃপঃ, মোহাম্মদ আনোয়ারুল হক, মাষ্টার ট্রেইনার, বিজ্ঞান, মোহাম্মদ আমজাদ হোসেন, মাষ্টার ট্রেইনার, বিজ্ঞান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার, চাটখীল, আবদুল্লাহ আল মাহমুদ মাষ্টার ট্রেইনার, বাংলা, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মাষ্টার ট্রেইনার, বাংলা, মোহাং আবদুল কাদের, মাষ্টার ট্রেইনার, বাঃ ও বিঃপঃ, মোঃ আওরঙ্গজেব, সহকারী পরিদর্শক, মোঃ জহিরুল ইসলাম, সহকারী পরিদর্শক, মোঃ লিয়াকত আলী, সহকারী পরিদর্শক, মোহাম্মদ আবদুল্লাহ, সহকারী প্রোগ্রামার,জেলা শিক্ষা অফিস, নোয়াখালী।

অনুষ্ঠানে বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশিক্ষণার্থীবৃন্দের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অতিথি শিল্পী হিসেবে পারফর্ম করেন শুকলা মজুমদার, সহকারী শিক্ষক, এম.এ ছাত্তার উচ্চ বিদ্যালয়, সদর, নোয়াখালী।

আয়োজনে বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশিক্ষণার্থীবৃন্দ।

আয়োজিত সমাপনী অনুষ্ঠানের সভাপতি ও ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেটর মেঘনাথ চক্রবর্তী সমাপনী বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.