দূর্বার

হারভেস্ট প্লাস ব্রি ধান জিং (১০০)কর্তন

কৃষি রংপুর
শেয়ার করুন...

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুর গাঁও থেকেঃ ঠাকুর গাঁও সদর উপজেলার ১৮ নং শুখান পুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামে বৃহস্পতিবার (১৯ মে ২০২২) দুপুরে হারভেস্ট প্লাস প্রকল্পের সহযোগিতায় আর,ডি,আর,এস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত হারভেস্ট প্লাস ব্রি দান জিং ১০০ কর্তন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৮ নং ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ রুহুল আমিন মন্ডল,সাংবাদিক আব্দুর রাজ্জাক বাপ্পী, আর,ডি,আর,এস এর কৃষি কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলাম, এফ,এস শ্রী অমল কুমার রায়,শ্রী নিতায় চন্দ্র রায়,শ্রী দিপেন্দ্র চন্দ্র রায়।উপকার ভোগী কৃষক শ্রী দিপেন্দ্র চন্দ্র মোট( ১,০০একর) জমিতে ব্রি ধান জিং ১০০ আবাদ করে ৬.৫ মে,টন ধান ঘরে তুলেন,উক্ত ধান মাড়াই করার সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম সহ অত্র এলাকার অনেক কৃষক। এ সময় বক্তব্য দিয়ে কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম উক্ত ধান চাষ কারী কৃষক কে ধন্যবাদ দেন এবং সবাইকে উক্ত ধান চাষ করার জন্য উৎসাহিত করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.