ইয়াছির আরাফাত বকশিগজ্ঞ,জামালপুর থেকেঃ
প্রোগ্রামিংয়ে সারা পৃথিবীতে বাংলাদেশি হিসেবে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে আ.ন.ম. বজলুর রহমান রোকন। আ.ন.ম. বজলুর রহমান রোকন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জানকীপুর মৃধাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম কালা মিয়ার ছেলের ঘরের নাতি, আলী আকরাম হোসাইন ও রোকসানা পারভীনের বড় ছেলে। আ.ন.ম. বজলুর রহমান রোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি এর প্রথম ব্যাচের ছাত্র। স্কলারশিপ নিয়ে রোকন ও তার স্ত্রী রেহনুমা তাবাসসুম বর্তমানে কানাডায় পিএইচডি করছেন। আ.ন.ম. বজলুর রহমান রোকনের ছোট ভাই ও বোন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
রোকনের বাবা আলী আকরাম হোসাইন এনজিও কর্মী ছিলেন। বর্তমানে চাকুরী ছেড়ে কৃষি কাজ করেন। মা রোকসানা পারভীন গৃহিনী।
আ.ন.ম. বজলুর রহমান রোকন শেরপুর দিশা প্রিপারেটরি স্কুল থেকে এসএসসি ও শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি এর প্রথম ব্যাচের ছাত্র হিসেবে পড়া লেখা করেন। পরে তিনি শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। স্কলারশিপ নিয়ে রোকন ও তার স্ত্রী রেহনুমা তাবাসসুম বর্তমানে কানাডায় পিএইচডি করছেন। তিনি জাভা প্রোগ্রামিংয়ের অনেক বই এর লেখক।