উলিপুরে বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ এর দাফন সম্পন্ন

রংপুর রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

মোঃ সহিদুল আলম বাবুল, উলিপুর থেকেঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মরহুম আব্দুল আলী সরকারের দ্বিতীয় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী উলিপুর বণিক সমিতির সহ-সভাপতি আবু সাঈদ সরকার (৫৬) এর দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৪ মে) বাদ জোহর উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় l
তিনি গত বৃহস্পতিবার কুড়িগ্রাম কলেজ মোড়ে মোটরসাইকেলই অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন l
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে ইন্তেকাল করেন আবু সাঈদ সরকার। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷

তিনি স্ত্রী, চার কন্যা, মা, বড় ভাই, ভাতিজা সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে না ফেরার দেশে পারি জমালেন। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উলিপুর সরদার পাড়া নিবাসী আবু সাঈদ সরকার এলাকায় একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাই তার জানাজা নামাজে হাজারো মানুষের ঢল নামে l তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স, মাস্টার্স করার পরে বাবার পাশে থাকার নিমিত্তে বাবার সাথেই ব্যবসায় জড়িয়ে পড়েন l
তিনি বিএনপির সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলেন l
তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য, অধ্যাপক এম এ মতিন, কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভির-উল ইসলাম, উলিপুরের সাবেক মেয়র তারিক আবু আলা চৌধুরী, উলিপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মিয়া, বণিক সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন চাঁদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক মইনুল হাসান দুলুসহ বিএনপি রাজনীতির সাথে জড়িত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও স্থানীয় বিশিষ্ট জনেরা৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.