নওগাঁর মান্দার সতীহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকারের জরিমানা আদায়

আইন-অপরাধ পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

আকাশ আহমেদ, (নওগাঁ): নওগাঁর মান্দায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেনের একটি টিম বুধবার ১১/০৫/২০২২ ইং তারিখে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য ও সরকার নির্ধারিত দামে সোয়াবিন তেল ক্রয়, বিক্রয় ও মজুদ সংক্রান্ত বিষয়ে বাজার মনিটরিং এর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখেন। এসময় ভোক্তা অধিকার লঙ্ঘন করাই সতীহাট বাজারে দুটি মুদি দোকানে জরিমানা করে নগত ৪ হাজার টাকা আদায় করেন। সতীহাটের মানিক মুক্তা স্টোরের প্রোঃ জাহাঙ্গীর আলম কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ৩ হাজার টাকা এবং শাফি স্টোরের প্রোঃ বিদ্যুৎ হোসেন কে ৩৮ ধারা মোতাবেক ১ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ক্রয়-বিক্রয়ের রশিদসহ ভোক্তা অধিকার নিশ্চিত করতে বলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.