আব্দুল মজিদ মল্লিক, আত্রাইঃ নওগাঁর আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদ রানা (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এসময় তল্লাশি করে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাসুদ রানা উপজেলার বান্দাইখাড়া (মাষ্টারপাড়া) গ্রামের মৃত মানিকের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
তিনি জানান, গতকাল সোমবার গোপন তথ্যের ভিত্তিতে নাটোর-৫ র্যাবের এক দল অভিযান চালিয়ে উপজেলার সাহাগোলা ইউনিয়নের আত্রাই-নওগাঁ সড়কের বকুলতলা এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন ব্যক্তি মোটরসাইকেলে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে র্যাবের এসআই এরশাদ আলী ও সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তার মাসুদ রানার বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।