চুয়াডাঙ্গার পুলিশ সুপারের তথ্যের ভিত্তিতে বিপুল পরিমান ফেনসিডিলসহ আটক -০২জন

আইন-অপরাধ পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোঃআজিজুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে ও অত্র জেলার যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা হতে ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা এঁর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম,বিপিএম-সেবা মহোদয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জনাব আনিসুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ও জনাব মোঃ মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা,চুয়াডাঙ্গা’র দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক হোসেন আল মাহাবুব এর নেতৃত্বে এসআই/ মুহিদ হাসান,এএসআই/ রমেন কুমার, এএসআই/আহসান কবীর, এএসআই (নিঃ)/ মোঃ রজিবুল হক সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় চুয়াডাঙ্গা পৌরসভাধীন কেদারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে ডিবি টিম অবস্থান নেয়। অদ্য ১০.০৫.২০২২ খ্রিঃ তারিখ সকাল ০৬:৪৫ ঘটিকায় একটি পিকআপ গাড়ী দ্রুত গতিতে অতিক্রম করার সময় সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার সময় সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগীতায় আসামী ১)মোঃ রাজন খাঁ(২১), পিতা-ছালাম মিয়া, সাং-রিকাবী বাজার(পূর্বপাড়া), থানা ও জেলা-মুন্সিগঞ্জ ২) মোঃ রাজীব শেখ(২৫), পিতা-মৃত বারেক শেখ, সাং-বেতকা(উত্তরপাড়া) থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ দের পুলিশ হেফাযতে নিয়ে জিজ্ঞাসাবাদ করিলে আসামীদ্বয়ের দেখানো মতে পিকআপ গাড়ীর ড্রাইভার কেবিনে ছিটের পিছন হতে অভিনব কায়দায় সাজানো অবস্থায় ভারতীয় আমদানী নিষিদ্ধ ৬৬০বোতল ফেনসিডিল উদ্ধার করে,উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য অনুমান (৬৬০X১২০০)= ৭,৯২,০০০/-টাকা এবং একটি সাদা খয়েরি রংয়ের পিকআপ গাড়ি, যার মূল্য অনুমান-৫,০০,০০০/-টাকা উদ্ধার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তথ্য দিন, আপনার পরিচয় গোপন রাখা হবে।
প্রয়োজনে-০১৩২০১৪৮১০০
পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.