কুমিল্লা গোমতী নদে অষ্টমী স্নানোৎসবে হাজারো পূণ্যার্থীর ঢল

আরো কুমিল্লা চট্টগ্রাম ঢাকা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান বন্দরের লাঙ্গলবন্দ এর ন্যায় কুমিল্লা মুরাদনগর দড়িকান্দি সংলগ্ন গোমতী নদ স্নানঘাটে শনিবার ভোর থেকে উৎসব মুখর পরিবেশে অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়।
যেসব পূণ্যার্থীরা নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দে যেতে পারেননি সেসব পূণ্যার্থীরা “হে মহা ভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ কর” এ মন্ত্র উচ্চারণ করে পাপ মোচনের আশায় পূণ্যার্থীরা আদি ব্রহ্মপুত্র নদের পরিবর্তে গোমতী নদে স্নানে অংশ গ্রহণ করেন। স্নানের সময় কয়েক রকম ফুল, বেলপাতা, ধান, দূর্বা , হরিতকি, ডাব, আম ও আম পাতা ইত্যাদি পিতৃকুলের উদ্দেশ্যে নদের জলে তর্পণ করছেন পূণ্যার্থীরা।
জানা যায়- ৮ এপ্রিল ২৪ চৈত্র শুক্রবার দিবাগত রাত ৯টা ১১ মিনিট স্নানের লগ্ন শুরু হয় এ বছর স্নান উৎসব শেষ হবে শনিবার দিবাগত রাত ১১টায়। লগ্ন শুরুর পরপরই স্নানার্থীদের ঢল নামে গোমতী নদে। স্নানঘাটে দল বেধে, সপরিবারে কেউবা এককভাবে ধর্মীয় রীতি রেওয়াজ অনুযায়ী স্নানে অংশ নিচ্ছেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতশত পূণ্যার্থীর আগমন ঘটছে। তাদের পদভারে মুখরিত হয়ে উঠতে শুরু করেছে দড়িকান্দি স্নানঘাট

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.