নিউজ ডেস্ক ;
বিদ্যুৎকর্মী মারা গেছেন। আজ শুক্রবার সকাল ১১টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহীন সরকার (৪০) কুমিল্লা পিডিবি-২ শাসনগাছা অঞ্চলের বিদ্যুৎকর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি জেলার দেবিদ্বার উপজেলার চুলাস গ্রামে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নিহত শাহীন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কুমিল্লা পিডিবি-২ শাসনগাছা অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী ফয়সাল হাওলাদার জানান, শুক্রবার সকালে অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহীনসহ ৩ কর্মী ঝাউতলা এলাকায় বিদ্যুৎ লাইন মেরামতের কাজে গিয়েছিলেন। কুমিল্লা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর কাদের মনি জানান, ওই এলাকার একটি সিসিটিভি ফুটেজে বিদ্যুতের কাজ করার সময় ১ জনকে মই থেকে পড়ে যেতে দেখা গেছে। নীচে থাকা ২ জনকে তাকে ধরার চেষ্টা করতে দেখা গেছে।
পড়ে যাওয়ার পর ওই বিদ্যুৎকর্মীকে সিটি করপোরেশনের গাড়িতে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সচল বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় নিহত বিদ্যুৎ কর্মীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না তা জানার জন্য কুমিল্লা পিডিবি-১ এর নির্বাহী প্রকৌশলী ছানাউল্লাকে মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।