বঙ্গোপসাগরের নিম্নচাপটি সোমবারই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

আববাওয়া আবহাওয়া আরো পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে জন্ম নেওয়া নিম্নচাপটি দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগোচ্ছে। এটি সোমবার (২১ মার্চ) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

ভারতীয় সংবামাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নিম্নচাপটি শনিবার (১৯ মার্চ) দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে। রোববার (২০ মার্চ) সকালের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপ হয়ে উঠবে এবং সোমবার (২১ মার্চ) তা ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘অশনি’।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়রটি সোমবার আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বাংলাদেশ ও উত্তর মিয়ানমারের দিকে অগ্রসর হতে থাকবে। মঙ্গলবার (২২ মার্চ) নাগাদ ওই ভূখণ্ডে প্রবেশ করবে।
ভারতের আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার এখনও কোনো সম্ভাবনা নেই।

উল্লেখ্য, সাম্প্রতিক কালে এপ্রিলের আগে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরি হয়নি। কিন্তু এবার মার্চেই ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা আসলো।
সূত্র : আনন্দবাজার


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.