মোঃ আবদুল আউয়াল সরকারঃ কুমিল্লা থেকে প্রকাশিত নবীন – প্রবীন ৭১ জন কবির ৮৩টি কবিতা সংবলিত কবি ও সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব সম্পাদিত একুশের সংকলন “দুর্দিনের সহযাত্রী’র” প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ) সন্ধায় কুমিল্লা টাউন হলে বীরচন্দ্র নগর মিলনায়তন মুক্তিযুদ্ধা কর্নারে এই উৎসব অনুষ্ঠিত হয়।
বিনয় সাহিত্য সংসদ আয়োজিত একুশের সংকলন’ দুর্দিনের সহযাত্রী’র প্রকাশনা উৎসবে সংকলনের মোড়ক উন্মোচন কালে উপস্হিত ছিলেন, সাংবাদিক ও কবি মোতাহার হোসেন মাহবুব, সাংবাদিক ও কবি আবুল হাসানাত বাবুল,কবি ড,আলী হোসেন চৌধুরী,কবি রঙ্গু শাহাবুদ্দিন, প্রফেসর সেলিনা রহমান, বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, দৈনিক সিরোনাম সম্পাদক সাংবাদিক ও কবি নীতিশ সাহা, সাংবাদিক ও কবি সাইয়িদ মাহমুদ পারভেজ।
এসময় আরো উপস্থিত ছিলেন,কবি সংগঠক ও নাট্যাভিনেতা ফখরুল হুদা হেলাল, সাংবাদিক ও কবি খাইরুল আহসান মানিক,অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার,কবি পরিমল কান্তি পাল,কবি ও লেখক আহম্মেদ কবির, কবি ও লেখক মোঃআবদুল আউয়াল সরকারসহ নবিশ ও প্রবিন কবি ও লেখকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,‘কবিতা মানুষের স্বপ্ন ও চেতনার কথা বলে’। মানুষের স্বপ্ন ও চেতনা যখন নানা কারণে ক্ষত-বিক্ষত হয়, তখন তাকে পরিচর্যার জন্য কবিদের প্রয়োজন হয়। সমাজে অন্ধকারে আলো দেখানোই কবিদের কাজ।
কবিদের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, প্রেম,দ্রোহ কোনো কিছুই কবিদের দৃষ্টি এড়ায় না।
কবিরা সবকিছুই নিখুঁতভাবে চিত্রায়িত করেন তাদের কবিতায়। তাই কবিতা কখনোই হারাবে না। মানুষের সংস্কৃতির মধ্যে বেঁচে থাকবে কবিতা।