লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার বানিজ্যিক নগরীখ্যাত লাকসাম বাইপাস সংলগ্ন চৌরাস্তা এ.জি টাওয়ার নীচতলায় সোমবার সকালে বনার্ঢ্য আয়োজনে বর্ণিল সাজে স্বপ্ন শপিং সেন্টার উদ্ভোধন করা হয়েছে।
ওই প্রতিষ্ঠানটির স্থাণীয় ডিলার দলিলুর রহমান মানিকের সার্বিক তত্ত¡াবধানে জমকালো এ উদ্ভোদ্বনী অনুষ্ঠান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌকরা দরবার শরীফের পীর আলহাজ¦ মোঃ নেছার উদ্দিন ওয়ালীউল্লাহ্। এ উদ্ভোধনী অনুষ্ঠানে লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাবারক উল্লাহ কায়েস, নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউছুফ ভূঁইয়া, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, কাউন্সিলর আব্দুল আজিজ, দৌলতগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবু পিন্টু সাহা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল কুদ্দুস, ব্যবসায়ী আলহাজ¦ আব্দুর রহমান ও হাজী জয়নাল আবদীন মেস্তরী, স্বপ্ন নামক প্রতিষ্ঠানটির কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক এবং লাকসাম-মনোহরগঞ্জের সার্বজনীন লোকজন উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মৌকরা দরবার শরীফের পীর আলহাজ¦ মোঃ নেছার উদ্দিন ওয়ালীউল্লাহ্।
উক্ত স্বপ্ন নামক প্রতিষ্ঠানটিতে দেশী-বিদেশী নানান ব্র্যান্ডের পন্য সরবরাহের অঙ্গিকার নিয়ে রয়েছে নানান আয়োজন। বিশেষ করে ওই প্রতিষ্ঠানটিতে অর্ধেক দাম, ১টি কিনলে ১টি ফ্রি, ২টা কিনলে ১টা ফ্রি ও ৩টা কিনলে ১টা ফ্রিসহ নানাহ পন্য কিনলে বিশেষ ছাড় ১৫%-৫০% পর্যন্ত দেয়ার অঙ্গিকার নিয়ে এ পদ যাত্রা শুরু করেছেন স্বপ্ন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে স্বপ্নের স্থাণীয় ডিলার মোঃ দলিলুর রহমান মানিক বলেন, লাকসাম পৌর শহরটি স্মার্ট সিটিতে নানাহ আয়োজন নিয়ে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ কুমিল্লার নাগরিকদের দেশী-বিদেশী পন্যের চাহিদা মিটাতে বর্ণিল সাজে জমকালো উদ্ভোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ স্বপ্ন শপিং সেন্টার নামক প্রতিষ্ঠানটি অঙ্গিকারবদ্ধ।