জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ। ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে এ বিয়ে বন্ধ করেন তিনি।
জানাযায়, উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে একটি বাল্য বিয়ের উদ্যোগ নেয়া হচ্ছে মর্মে গোপন সূত্রে জানতে পারে নবীগঞ্জ উপজেলা প্রশাসন, তাৎক্ষনিক ওই স্থানে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এসময় অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাল্যবিবাহের উদ্যোগ প্রাথমিক পর্যায়ে বন্ধ করে দেয়া হয় এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অভিভাবকদের মুচলেকা নেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এএসআই মাছুম সহ একদল পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উত্তম কুমার দাশ সকলকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে অহবান করেন এবং বাল্যবিবাহ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।