রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমাবেশ

আববাওয়া আবহাওয়া পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

মোঃ আনিছুর রহমান আনাছ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মঙ্গলবার বিকেলে তিস্তা বাচাও নদী বাচাও সংগ্রাম পরিষদের আয়োজনে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট স্পার বাধে সমাবেশ অনুষ্ঠিত হয়। পাগলা তিস্তার ভয়াবহ ভাঙ্গনে প্রতিবছর নিঃস্ব হচ্ছেন হাজার হাজার পরিবার। ভাঙ্গনরোধে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থাও নেওয়া হচ্ছেনা। দিশেহারা হয়ে দিনানিপাত করছেন তিস্তা পাড়ের হাজার হাজার পরিবার। ইমার্জেন্সিতে ভাঙ্গন ঠেকাতে কিছু কাজ করা হলেও সেগুলো দিয়ে কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তানদী শাসন করতে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তার দুই তিরে গড়ে উঠবে শিল্প কলকারখানা, তিস্তার পাড়ের মানুষ পাবে অর্থনৈতিক মুক্তি। দূর হবে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য। এরেই ধারাবাহিকতায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান তিস্তা বাচাও নদী বাচাও সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। আজিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন তিস্তা বাচাও নদী বাচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, সাধারণ সম্পাদক শফিয়ার রহমান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আখতারুজ্জামান প্রমুখ।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.