হাজী কাজী নজরুল —-
কত রাজা কত রাণী এ মাটীতে
লুকিয়ে আছে হায়!
মাটির মানুষ মাটিতে মিশিয়াই
মাটির উর্বরতা বাড়ায়।
সেই উর্বরতায় ফলে, নানা ফসল
উদ্ভিদে আসে ফল।
ফল, পুষ্টিতে মানুষ বাঁছিয়া ভবে
মাটি করেছে দখল।
সবাই জানে লিখকের আগেতে
না বুঝার সংস্কৃতি।
তার পর কি হয়? বে হায়ার মত
মাটিতেই টানে ইতি।