রাতে লঞ্চে ডিজে গানের নাচ, সকালে ভেসে উঠলো লাশ

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ বিনোদন শিক্ষা শিক্ষা সাহিত্য সাহিত্য
শেয়ার করুন...

কুমিল্লার তিতাসে লঞ্চের ছাদে ডিজে পার্টিতে হিন্দি গান লাগিয়ে নাচানাাচি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিখোঁজ কিশোর শামীম হোসেনের (১৪) মরদেহ ভেসে উঠেছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) ভোরে তিতাস নদীর শিবপুর খালের মুখে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
শামীম তিতারসর শিবপুর গ্রামের সিএনজি চালক আব্দুল মতিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
জানা যায়, গোমতী নদীতে লঞ্চে মাইক লাগিয়ে উচ্চ শব্দে ডিজে পার্টি করছিল একদল কিশোর। এ সময় বিদ্যুৎ খুটির তারের সাথে জড়িয়ে প্রায় ১৫ জন দগ্ধ হয়। রাতে তিতাস দড়িকান্দি ব্রিজের পূর্ব পাশে মেসার্স বাদল সরকার এন্ড সন্স নামের লঞ্চে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, সোমবার রাত সাড়ে ৯টায় তিতাস নদীতে লঞ্চের ছাদে নাচানাচির এক পর্যায়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে প্রায় ১৫ জন দগ্ধ হয়। এ সময় পানিতে পড়ে নিখোঁজ হয় শামীম হোসেন।
তার মরদেহ ভোরে ভেসে উঠেছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে পানিতে ডুবে মারা গেছে সে। বিস্তারিত পরে জানা যাবে। এ ঘটনায় গুরুতর দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কিছু দিন ধরে উপজেলা প্রশাসন ও তিতাস থানা পুলিশ নদীতে ডিজেপার্টির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে। পুলিশ কিছু জায়গায় অভিযানও পরিচালনা করে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.