ষষ্ঠ থেকে নবমের একাদশ অ্যাসাইনমেন্ট প্রকাশ

শিক্ষা শিক্ষা সাহিত্য সাহিত্য
শেয়ার করুন...

মাধ্যমিক শিক্ষার্থীদের একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। সঙ্গে স্থগিত থাকা অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবার শুরুর নির্দেশনাও দিয়েছে মাউশি। গত বুধবার অধিদপ্তরের ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
গত বছরের মতো এ বছরও ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। গত ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম একসঙ্গে শুরু হয়। এরপর করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধিনিষেধের কারণে তা কয়েক দফায় স্থগিত ছিল। এরপর মাউশির নির্দেশনায় অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবার শুরু হলো।
জানা গেছে, গত বছরের মতোই ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুনর্বিন্যাস করে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যাহত রাখতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে স্কুলগুলোকে। কোনো শিক্ষার্থী যেন অর্থনৈতিক চাপের মুখে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ ছাড়া কোনো ধরনের পরীক্ষা বা বাড়ির কাজ শিক্ষার্থীদের দেওয়া যাবে না।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.