কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ২৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৭% ।
এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টা দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,১১আগস্ট বুধবার বিকেল থেকে ১২ আগস্ট বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে ৪৮জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।
বাকিদের মধ্যে আদর্শ সদরের ৪জন, সদর দক্ষিণের ৯, বুড়িচংয়ের ৭, চান্দিনায় ১০, চৌদ্দগ্রামের ৮ , দাউদকান্দির ৫, লাকসামের১০ , লালমাইয়ের ৪, নাঙ্গলকোটের ১৪, বরুড়ার ৫২, মনোহরগঞ্জের ১৫, মেঘনায় ৭, হোমনায় ৩১, ব্রাক্ষণপাড়া ১৫, তিতাসের ২৩, মুরাদনগরের উপজেলার ৮ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন২জন, এবং আদর্শ সদর, ব্রাক্ষণপাড়া ,চাদিনায়, চৌদদগ্রাম,দাউদকান্দির ,মুরাদনগরে, হোমনায় একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে তিনজন নারী এবংছয়জন পুরুষ।
জেলায় এখন পর্যন্ত ৩৫হাজার ৫৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪২জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭০জন। এনিয়ে মোট সুস্থ হলেন ২১হাজার ৪৪০ হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান বলেন,জেলায় করোনা সংক্রমণের হার কমাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস।