শত বিড়ম্বনার মাঝে

আরো কুমিল্লা চট্টগ্রাম শিক্ষা শিক্ষা সাহিত্য সাহিত্য
শেয়ার করুন...

হাজী কাজী নজরুল ইসলামঃ

শত বিড়ম্বনার মাঝেতে দেশ
সচলের দ্বারে এলো।
সকলে ভাবিল এ বুঝি আপদ
দূরে শরিয়া গেল।

এমনি রব সারাদেশ জুড়িয়াই
মানুষের মনে জাগে।
দোকান পাট খুলিয়া বেচাকেনায়
মজিল আগে ভাগে।

মোটর যান সব সড়কে মহাসড়কে
দ্রুততার সহিত চলে।
হাট বাজার গুলি মানুষে মানুষে
পুরেছে মানুষের ঢলে।

চাকুরে বাকুরের লোকজন ছুটির
আমেজে পড়িল ভঙ্গ।
অতি সাধারণ লোকালয়ে জমিল
ফিরিয়ে আশার রঙ্গ।

চায়ের দোকানে দোকানির ব্যবসায়
টেবিলে টেবিলে ভিড়।
ঘরের মানুষেরা একযোগে ছাড়িয়াছে
বন্ধিতে থাকার নীড়।

আজ থেকে পুরোদমে চলিবে দেশে
কানুনের সাজানো মতে।
বুঝিতে পারিব কি চলে কি না চলে
শীতলের দেশটাতে।

বাঁচা মরা এই করোনার কালেতে
লকডাউন খোলার পর।
অতি সচেতনেরা বুঝিয়া শুনিয়া
ছাড়িতে চাহিবেনা ঘর।

আল্লায় যদি সহায় করে মানুষেরে
আল্লাহই ফানা দেয়।
কিকরে মানুষেরে আজরাইল মিয়া
জীবন কাড়িয়া নেয়।

১০/০৮/২০২১ইং

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.