জেলে মোঃ হাফেজ প্যাদারের মানবেতর জীবনযাপন

আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

মোঃ নাসির উদ্দিন বিষেশ প্রতিনিধি পটুয়াখালী ।
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের জেলে মোঃ হাফেজ প্যাদা বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে ঝাল বাইচ করে মাছ শিকার করেই তাঁর সংসার চলত। তাঁর একমাত্র সম্বল ছিল একটি ছোট ঝালের মাছ ধরার ট্রলার। কিন্তু নদীতে ডাকাতের কবলে পড়ে ট্রলারটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।
ভুক্তভোগী হাফেজ প্যাদা জানান, এক রাতে নদীতে মাছ ধরার সময় অজ্ঞাত ডাকাতদল তাঁর ট্রলারে হামলা চালায়। ডাকাতরা তাঁকে মারধর করে ট্রলারটি জোরপূর্বক নিয়ে যায়। ঘটনার পর থেকে তিনি কোনো কাজ না পেয়ে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন।
হাফেজ প্যাদা বলেন,“এখন আমার দিন যায় অনেক কষ্টে। আমার কোনো ঘর নাই, খাবার আনতে দিন ফুরায়। ডাকাতরা রাতে নদীর আঁধারে আমাকে মারধর করে আমার মাছ ধরার ট্রলারটি নিয়ে যায়। তারপর থেকে আমি নিঃস্ব হয়ে গেছি। দুই ছেলে, দুই মেয়ে ও আমার বাবা-মা—সবাইকে নিয়ে কোনোরকমে দিন পার করছি।”
চার সন্তানের জনক হাফেজ প্যাদা বর্তমানে বাবা-মা ও নিজ পরিবার নিয়ে অতি মানবেতর অবস্থায় জীবনযাপন করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুক্তভোগীকে তাঁর বরাবর একটি দরখাস্ত দিতে বলা হয়েছে। আবেদন পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী জানান, জেলে হাফেজ প্যাদা একজন দরিদ্র ও পরিশ্রমী মানুষ। ডাকাতির ঘটনায় তিনি সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। মানবিক কারণে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *