৩য় শিহান কাপ কারাতে প্রতিযোগিতায় লাকসামের সাফল্য ৫ প্রতিযোগীর অংশগ্রহণে ৮ পদক

আইন-অপরাধ আরো কুমিল্লা খেলা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সেরা কারাতে প্রতিষ্ঠান “হোনকে সোতোকান কারাতে-দো এসোসিয়েশন” এর আয়োজনে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ৩য় শিহান কাপ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা–২০২৫। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম রাইফেল ক্লাবে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সেনসি হারুন অর-রশিদ সুমনের নেতৃত্বে লাকসাম সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশন থেকে মোট ৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কাতা ও কুমিতে এই দুই ইভেন্টে অংশ নিয়ে তারা অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে অর্জন করেন ১টি স্বর্ণ পদক, ৬টি রৌপ্য পদক এবং ১টি ব্রোঞ্জ পদক।
এই সাফল্যের মধ্য দিয়ে লাকসাম তথা কুমিল্লা জেলা জাতীয় পর্যায়ে কারাতে অঙ্গনে গৌরবোজ্জ্বল অবস্থান আরও সুদৃঢ় করেছে।
লাকসাম উপজেলা কারাতে একাডেমি ও লাকসাম সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও ক্রীড়ানৈতিকতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য ধরে রাখতে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।
ক্রীড়াঙ্গনে এই অর্জনে লাকসামের ক্রীড়ানুরাগী ও সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের অনুভূতি প্রকাশ পেয়েছে। সংশ্লিষ্টরা লাকসাম উপজেলা কারাতে একাডেমি ও লাকসাম সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশন এর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *