পিএফজির লাকসামে ইউনিট’র জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে লাকসামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম ওয়েভ সদস্যদের অংশগ্রহণে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় লাকসাম পৌর এলাকার সুরক্ষা সিটির গ্রিন ক্যাসেল রেস্টুরেন্টের হলরুমে প্রশিক্ষণটির আয়োজন করা হয়।

মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্টেবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে লাকসাম পিএফজি ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম।

প্রশিক্ষণে জেন্ডার সমতা, নারী-পুরুষের অধিকার, পারিবারিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধ, সচেতনতার কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিএফজি লাকসাম ইউনিটের পিস অ্যাম্বাসেডর সিরাজুল হক, নাজনীন আক্তার নিপা, সাবেক অ্যাম্বাসেডর অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, নাজমুন নাহার নুপুর, নুরে আলম মানিক, সদস্য আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হিরা, আওরঙ্গজেব খান রুবেল, পলাশ পদ্ম বৈষ্ণব, আহসান হাবীব, আব্দুল মমিন মজুমদার, খবির উদ্দিন আহমেদ কিরণ, আফরাতুল করিম রিমু, সহিদুল ইসলাম, খালেদা আক্তার, জেসমিন আক্তার, মামুন হোসেন, কামাল উদ্দিন, ইউনুছ মজুমদার, ইস্রাফিল হোসেন, রাশিদা বেগম, তাহমিনা মাহবুব শিউলীসহ ওয়েভ সদস্য মাহফুজা বেগম, সানজিদা আক্তার, অর্নি, শারমীন আক্তার এবং মায়মুনা আক্তার প্রমুখ।

প্রশিক্ষণ শেষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক পিস অ্যাম্বাসেডর অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা। সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও একইদিন বিকেলে লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাগী আশ্রয়ন প্রকল্প কমিউনিটি সেন্টারে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়েভ-এর কো-অর্ডিনেটর নাজমুন নাহার নুপুর।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও সহিংসতামুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *