পটুয়াখালীতে দি স্কয়ার হাসপাতালের উদ্বোধন

আরো খুলনা পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টার, পটুয়াখালী
তারিখঃ ২৯/১০/২০২৫ ইং
পটুয়াখালী জেলা শহরে আধুনিক চিকিৎসা সেবা প্রদান লক্ষ্যে “দি স্কয়ার হাসপাতাল”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (তারিখঃ২৯/১০/২০২৫ ইং বিকেল আসর বাদ হাসপাতালের প্রধান ফটকে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি ডাঃ পুর্জা ভান্ডারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদ রানা এম.এ.

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের পটুয়াখালী সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবার হাওলাদার (মাসুদ) এবং সাংবাদিক রুনা হাওলাদার (মিথুন)। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পটুয়াখালী সরকারি কলেজ মসজিদের পূর্ব পাশে জেলা পরিষদ রোডে অবস্থিত হাসপাতালটিতে স্বল্প খরচে বিভিন্ন ধরনের অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। বিশেষ করে গরিব ও অসহায় রোগীদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, “দি স্কয়ার হাসপাতাল” পটুয়াখালীবাসীর দীর্ঘদিনের মানসম্মত চিকিৎসা সেবার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *