৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বান্দরবান জামায়াতে ইসলামী

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ
শেয়ার করুন...

মোঃ মোরশেদ আলম চৌধুরী বান্দরব:
সরকারের ঘোষণানুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, পিআর পদ্ধতিতে নির্বাচন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করেছে বান্দরবান জেলা জামায়াতে ইসলামী।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ সালাম আজাদ বলেন,

বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণি-পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন। দিনের ভোট রাতে নির্বাচনের নামে জাতির সাথে প্রহসন করা হয়েছে। আর এ অবৈধ কার্যক্রমগুলোকে জাতীয় পার্টি ও ১৪ দল প্রকাশ্যে সমর্থন দিয়েছে এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই জনগণ স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাচ্ছে।”
তিনি আরও বলেন,

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি জাতির সামনে তুলে ধরেছে।

জামায়াতের ৫ দফা দাবি

১️ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২️ আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩️ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪️ ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫️ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল আউয়াল, নায়েবে আমীর এড. ব,


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *