বীরগঞ্জে আইন-প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনায় সংবাদ সম্মেলন

আইন-অপরাধ আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পুনরায় চালু করার দাবিতে আইন-প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় বীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে যৌথ মালিকানাধীন বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন বহুল পরিচিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান “নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার”-এর মালিকগণ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য পাঠ করেন ক্লিনিকের স্বত্বাধিকারী রেজাউল করিম রিপন। সঙ্গে উপস্থিত ছিলেন অপর দুই অংশীদার জিয়াউর রহমান জিয়া ও সোহেল রানা।

সংবাদ সম্মেলনে মালিকপক্ষ জানান, অতীতে সংঘটিত অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য তারা আইন-প্রশাসন ও সর্বস্তরের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। একইসঙ্গে দুঃখ প্রকাশ করে প্রতিশ্রুতি দেন যে, ভবিষ্যতে ক্লিনিক পরিচালনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। আধুনিক ও মানসম্মত চিকিৎসা সরঞ্জাম ব্যবহার এবং প্রশিক্ষিত ডাক্তার-নার্সের তত্ত্বাবধানে প্রসূতি অপারেশনসহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

তারা আরও জানান, একটি প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তারা সীমাহীন হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ঘটনার পর থেকে ক্লিনিকের কর্মরত নার্স, আয়া ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।

সংবাদ সম্মেলনে মালিকগণ জানান, নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এখন নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্সসহ সব কাগজপত্র হালনাগাদ করা হয়েছে।

তারা প্রশাসন, জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন,

আমরা চাই আবারও আমাদের ক্লিনিককে পূর্বের ন্যায় কর্মক্ষম করতে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আমরা জনগণের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারে বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন প্রতিষ্ঠানটির মালিকগণ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *