স্বাস্থ্যকর বাংলাদেশের যাত্রায় ৪ তরুনের তেতুলিয়া -টেকনাফ দ্বি চক্রযান যাত্রা ও জেলা প্রশাসককে স্মারক লিপি প্রদান

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

‘আমরা আগামী প্রজন্মের জন্য সুস্থ দেশের আশায় দুইচাকায়’ এ প্রতিবাদ্যকে সামনে নিয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় হতে স্যোশ্যাল এন্ড এনভায়রণমেন্ট ইনক্রিজিং এনালাইসিস মুভমেন্ট (এসইআইএএম) এর ৪জন সদস্য সাইক্লিং শুরু করেন। ২৫ সেপ্টেম্বর, ২০২৫ হতে ৭ অক্টেবর,২০২৫ তেতুলিয়া থেকে টেকনাফের উদ্যেশ্যে যাত্রা শুরু করেন। আজ ৬ অক্টোবর, ২০২৫ সকাল ১০.০০ টায় উক্ত সাইক্লিং টীমের সদস্যগণ উপস্থিত হয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে। এসময় চট্টগ্রামের বেসরকারী উন্নয়ন সহযোগী সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর সাথে যৌথভাবে জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামে সাইক্লিং টীমের সদস্যদের সাথে এক ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। এ সময় ইপসার প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের প্রতিনিধি দলের সদস্য জনাব নাজিম উদ্দিন চৌধুরী, মো: আহসানুল হক, আদিত্য রক্ষিত, সেবু বড়ুয়া, সুমাইয়া তাহসিন, আভিজিত সায়াম ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব সাজেদুল আনোয়ার ভূঁঞা ও প্রোগ্রাম এন্ড ফিনান্স সহকারী আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

ব্রিফিং সেশনে এসইআইএএম সাইক্লিং টীমের সদস্য মাহথির মাহমুদ অথৈ বলেন, বাংলাদেশ আমাদের মা, মায়ের স্থাস্থ্য ঠিক না থাকলে সন্তান ভালো থাকতে পারে না। তাই আমাদের দেশের স্বাস্থ্য সুস্থ রাখা জরুরী। আমরা হেলথ প্রমোশান ফাউন্ডেশন গঠন, তামাকমুক্ত বাংলাদেশ, কার্বন ফ্রি এনভায়রণমেন্ট, বিষমুক্ত খাবার এবং মাঠ-পার্ক ও জলাশয় রক্ষার দাবিতে স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা শুরু করেছি। আমাদের যাত্রা পথ তেতুলিয়া হতে টেকনাফ। এ যাত্রা পথে বিভিন্ন সামাজিক উন্নয়ন সংগঠনের সাথে সম্পক্ত হয়েছি। কারণ এ সকল সামাজিক সংগঠনগুলো ও একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে। এসময় ইপসা বর্জ্য ব্যাবস্থাপনা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জনাব নাজিম উদ্দিন চৌধুরী, সেবু বড়ুয়া ও সুমাইয়া তাহসিন প্রকল্পের কার্যক্রম সমূহ তুলে ধরেন। তারা বলেন পরিবেশ রক্ষায় চট্টগ্রামের সিটি কপোরেশনের সাথে ইপসা কাজ করছে। পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করা জরুরী। সরকারী নীতি নির্ধারকদের এগিয়ে আশা এবং আন্তরিক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তারা। ব্রিফিং সেশনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ম্যানেজার জনাব সাজেদুল আনোয়ার বলেন, আজকে যে ৪ জন তরুন সমাজের ইতিবাচক পরিবর্তনে তেতুলিয়া থেকে টেকনাফ যাত্রা শুরু করেছেন তাদের আমরা স্বাগত জানাই।

ব্রিফিং শেষে রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করে রাষ্ট্রের চিকিৎসা ব্যয় রোগ, মৃত্যু কমিয়ে আনতে কতিপয় সুপারিশ বাস্তবায়নের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রেরণ করা হয়।

স্মারক লিপিতে উল্লেখিত দাবিসমূহ- দেশের তামাকজনিত রোগ ও মৃত্যু কমাতে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন করা। এছাড়া দেশের আশংঙ্কাজনকভাবে তামাক চাষ বেড়ে যাওয়ায় তামাক চাষ দ্রুত নিয়ন্ত্রণে খসড়া তামাক চাষ নীতি প্রণয়ন করা। আপীল বিভাগের নির্দেশনা অনুসারে দেশে নতুন কোন তামাক কোম্পানির অনুমোদন না দেয়া। পরিবেশ আদালত আইন ও পরিবেশ সংরক্ষন আইন সংশোধন করে নাগরিকদের মামলা করার অধিকার প্রদান এবং প্রতি জেলায় পরিবেশ আদালত স্থাপন করা। শরীরচর্চা পরিবেশ নিশ্চিতে মাঠ, পার্ক, গণপরিসর তৈরি ও সংরক্ষন নিশ্চিত করা। শরীরচর্চার পরিবেশ নিশ্চিতে বিভিন্ন সংস্থার জন্য গাইডলাইন প্রণয়ন করা। রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ-র অর্থে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন করা। সুস্বাস্থ্য নিশ্চিতে নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিতে পথচারীদের অগ্রাধিকার নীতিমালা ও সাইকেলের জন্য পৃথক লেন তৈরি। নিরাপদ খাদ্য আইনের কঠোর বাস্তবায়নের মাধ্যমে নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ। নিরাপদ পানি নিশ্চিতে ভূগর্ভস্থ পানি ব্যবহার হ্রাস এবং জলাধার সংরক্ষনের মাধ্যমে ভুউপরিস্থ পানি ব্যবহার নিশ্চিত করা। জেলা প্রশাসকের পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) জনাব সাদি উর রহিম জাদিদ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *