
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে গণ সংবর্ধনায় বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রথমে নিজ উপজেলা উজিরপুরে প্রবেশ করলে ফুলের তোড়া নিয়ে নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। এ সময় পাঁচ শতাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে গাড়িবহর যুক্ত হয় তার সঙ্গে। পরে বিশাল বহর ও বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি হুটখোলা গাড়িতে বানারীপাড়া উপজেলায় পৌঁছান। সেখানেও দলীয় নেতা-কর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষের উচ্ছ্বসিত ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এদিন (মঙ্গলবার) বিকালে তিনি উপজেলার বিশারকান্দি ইউনিয়নে নেতা-কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন । সেখানে তাকে গণ সংবর্ধনা দেওয়া হয়।
বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ জনাকীর্ণ মতবিনিময় সভা ও গণসংবর্ধনায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি,চাখার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার, উপজেলা
শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল লস্কর, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ হাওলাদার, বিশারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আশিক প্রমুখ। এসময় বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীন লস্কর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আকন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল বাবু, ঢাকা মহানগর উত্তরের ছাত্রদল নেতা ফজলে রাব্বি হৃদয়, মোঃ মহসিন,বানারীপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সৈয়দ শাহাদাৎ হোসেন সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন সরদার, যুবদল নেতা ইমরান হাওলাদার, সাবেক জেলা ছাত্রদল নেতা শাকিলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃববৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক ছাত্রনেতা সাইফ মাহমুদ জুয়েল এদিন (মঙ্গলবার) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বানারীপাড়ায় পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা,কেন্দ্রীয় সার্বজনিন ও সদর ইউনিয়নের কাজলাহার সার্বজনিন মন্দির সহ উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করে ভক্ত ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা, কুশল ও মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম যার যার হলেও রাষ্ট্র আমাদের সবার। তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে থাকার জন্য এসেছি। বাংলাদেশের প্রতিটি ধর্মাবলম্বী মানুষ যাতে আনন্দ-উৎসাহের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সেটিই আমাদের সামাজিক-সাংস্কৃতিক সৌন্দর্যের প্রতিফলন। এভাবেই গড়ে ওঠে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। এছাড়াও তিনি দিনভর
উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন । লিফলেট বিতরণের সময় সাইফ মাহমুদ জুয়েল ঘোষণা দেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-২ ( উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির মনোনয়ন চাইবেন। এ সময় তিনি বলেন, সাধারণ জনগণের ভালোবাসা আসলে বিএনপির প্রতি। এই ভালোবাসা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি। ধানের শীষ জনগণের প্রতীক, ভালোবাসার প্রতীক। উজিরপুর ও বানারীপাড়ার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব ৩১ দফা। এই এলাকায় কোনও চাঁদাবাজের আশ্রয়-প্রশ্রয় হবে না, জনগণ ভয়হীনভাবে নির্বিঘ্নে বসবাস করবে।